গ্রামে বেড়ে উঠা একদল তরুনের স্বপ্ন।
গ্রামে বেড়ে উঠা একদল তরুনের স্বপ্ন।
সম্মানিত পাঠক, আজকে আপনাদের যে গল্পটি বলবো গল্পটি হচ্ছে, টাঙ্গাইল জেলার,ভূঞাপুর থানাস্থ রাজাপুর গ্রামের একদল তরুণের স্বপ্ন নিয়ে। বলছি, “প্রতিধ্বনি সংঘের” সাথে মিশে থাকা একদল স্বপ্নবাজ তরুণদের নিয়ে।
আর এই তরুণদের গড়ে তোলা “প্রতিধ্বনি সংঘ” হচ্ছে, একটি সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন।
তাদের প্রত্যেকের স্বপ্ন হচ্ছে? একদিন তারা এই অসুস্থ / “জোর যার মুল্লুক তার” নামক সমাজটাকে বদলে দিয়ে নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলা। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে সমাজ থেকে অন্যায় কে নির্মূল করা।
সেই সাথে, সুন্দর সামাজিক অব-কাঠামো গড়ে তোলার লক্ষে সকল ধরনের সামাজিক ও মানবিক কাজে নিজেদের কে বিলিয়ে দিতে চান তারা। সমাজের গরিব- দুঃখি মানুষের পাশে থেকে সহযোগিতা করার দৃঢ় পরিকল্পনা তাদের। এবং নিজেদের ঘাম জড়ানো অর্থের যোগান থেকেই এইসব মানবিক কার্যক্রম পরিচালনা করবেন বলে দাবি করেন।
“প্রতিধ্বনি সংঘের সন্মানিত সদস্য (নাম প্রকাশে অনিচ্ছুক)
jamuna news 24 কে জানায়, এই স্বপ্ন কে তারা তিলে তিলে বুকে ধারন করে গত ৫ ই আগষ্ট ২০২৪ ইং তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পরেই এই সংগঠনকে বাস্তবে রুপ দিয়েছে।
শুরুর দিকে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হলেও তাদের পরিশ্রম ও সততা ওইসব নিন্দুকের কাছে মাথা নত করেনি।
এমনকি ভবিষ্যতেও অন্যায়ের পক্ষে মাথা নত করবে না।
প্রতিধ্বনি সংঘের অন্য এক সদস্য jamuna news 24 কে জানায়, আগামী শেষ রমজানে বিশাল এক “ইফতার মাহফিল” আয়োজনের মধ্য দিয়ে তাদের স্বপ্নের সংগঠন “প্রতিধ্বনি সংঘ” সকল ধরনের কার্যক্রম শুরু করবে।
আলোচনার শেষে, তারা সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে jamuna news 24 এর কাছ থেকে বিদায় নেন।


No comments