Header Ads

বরিশালে ধর্ষণ চেষ্টার আসামী কে পিটিয়ে হত্যা।

বরিশালে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় জনতা এক যুবককে পিটিয়ে হত্যা করেছে।
ঘটনার বিবরণ:
 * শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বরিশাল নগরীর ধান গবেষণা রোডে এই ঘটনাটি ঘটে।
 * স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দেয়।
 * গুরুতর আহত অবস্থায় যুবককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 * সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
 * নিহত যুবকের নাম সুজন, এবং তিনি নগরীর ধান গবেষণা রোড এলাকার জিয়া নগরে ভাড়া থাকতেন।
 * ১৪ মার্চ দুপুরে সুজন প্রতিবেশীর চার বছর বয়সী মেয়েকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।
 * এ ঘটনায় শিশুটির মা শিলা বেগম শনিবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
 * শনিবার সন্ধ্যায় স্থানীয়রা সুজনকে ধরে গাছের সাথে বেঁধে মারধর করে।
 * পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
 * কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানিয়েছেন, নিহতের পরিবার অভিযোগ করলে হত্যা মামলা হবে, অন্যথায় অপমৃত্যুর মামলা করা হবে।


No comments

কোন প্রতারক কখনও কারো আত্মীয়/বন্ধু কিংবা আপনজন হইতে পারেনা।

নিউজ ডেস্কঃ ভূঞাপুর আঞ্চলিক কার্যালয়। পাশের ছবিটি একজন প্রতারক মোঃ রুবেল নামের কাঠমিস্ত্রির। তিনি জিগাতলা গ্রামের বাসিন্দা।  তিনি ভূঞাপুর থা...

Powered by Blogger.