৯০ দিনের মধ্যেই হতে হবে ধর্ষণের বিচারঃ জামায়াতে আমীর।
৯০ দিনের মধ্যেই হতে হবে ধর্ষণের বিচার।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মাগুরায় শিশু ধর্ষণের মামলার দ্রুত বিচারের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, শিশু আছিয়া ধর্ষণের মামলার বিচারে যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে, সেটা তারা মেনে নিয়েছেন। তবে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে বলে তিনি সতর্ক করেছেন।
শনিবার (১৫ মার্চ) আছিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে মাগুরার শ্রীপুরে যান ডা. শফিকুর রহমান। সেখানে তিনি আছিয়ার কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এরপর তিনি সোনাইকুণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেন।
ডা. শফিকুর রহমান বলেন, তারা আছিয়ার মা-বাবাকে সহানুভূতি জানাতে এবং তাদের দোয়া নিতে এসেছেন। তিনি এ ঘটনার দ্রুত বিচার এবং রায় দেখতে চান, যাতে আছিয়ার পরিবার ও বাংলাদেশের মানুষ খুশি হয়।
জামায়াতের আমির আরও বলেন, বাংলাদেশে ধর্ষণের ঘটনায় আগে তেমন বিচার হয়নি। ধর্ষণের বিচারে আগে কয়েকটি ফাঁসি হলেও বেশিরভাগ দোষী ছাড়া পেয়ে গেছে। তিনি বলেন, ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসি। কেউ কেউ সাত দিনের মধ্যে বিচার শেষ করার কথা বলছেন, কিন্তু তিনি তাতে একমত নন। কারণ মামলার কিছু প্রক্রিয়া রয়েছে, যা সঠিক বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়। সে জন্য ৯০ দিন সময় যথেষ্ট বলে তিনি মনে করেন।
ডা. শফিকুর রহমান ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
No comments