Test post
কিন্তু, আমাকে কখনই আকৃষ্ট করতে পারেনি।
আমার মতো মানুষ সব সময় সাদা-সিধে বকুলের প্রেমেই কেনো পড়ে বুঝতে পারিনা। ডাল-পালা আর পাতার সঙ্গ ছেড়ে দিয়ে, রাত্রী শেষে যখন শিকড়ের ঘা ঘেসে ঘুমিয়ে থাকা প্রকৃতিকে জাগিয়ে তোলে তার তীব্র মিষ্টি সুগন্ধ দিয়ে। প্রানীকূলের পায়ে পিষ্ঠ হয়ে যখন মাটির সাথে মিশে যেতে থাকে, তখনও মিষ্টি ঘ্রানে আমার মতো পাগল মানুষ কে আরও পাগল করে তুলে।
আহ! কি অদ্ভুদ এক সুঘ্রান।
এইটা গোলাপ কোনদিনও পারেনি!
টক টকে লাল জবা টাও আমাকে বুঝতে পারেনা, এই লাল রঙ আমি কখনও চাইনি।
সে কোনো ভাবেই বুঝতে পারেনা, আমি যখনই তার দিকে তাকাই, তখন যেনো আমার চোখ জলসে যায়।
আর, কাঠ-গোলাপ!
আমি কাঠ-গোলাপের মায়ায় পড়ে গেছি! এমন মায়াবী ফুল আর দ্বিতীয় টি নেই।
এই মায়াতে আমি সারা টা জীবন নিজেকে জড়িয়ে রাখতে চাই।
“যেই দিন আমি যাবো মরে,
আতর-গোলাপ দিসনা মোরে।
বকুল ফুলের সুভাস নিয়ে,
ছড়িয়ে দিস আমার গায়।
কাঠ-গোলাপ কেও সঙ্গে রাখিস,
আসবি যখন জানাজায়।”
তুমি কি আমার কাঠ-গোলাপ হবে?
No comments