Header Ads

দের বছর বয়সী এক শিশুকে টেনে নিয়ে গেলো শিয়াল। ঘরে ফেরা হলোনা তার!

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে গতকাল বুধবার সন্ধ্যায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দেড় বছর বয়সী এক শিশুকে ঘর থেকে উঠানে বের হওয়ার সাথে সাথে একটি শিয়াল টেনে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে শিশুটিকে পাশের জঙ্গলে মৃত অবস্থায় উদ্ধার করে। শিয়ালটি জঙ্গলে শিশুটিকে ফেলে পালিয়ে যায়।

স্থানীয় মুদি দোকানি লিংকন মিয়া পরিবারের সাথে ইফতার সেরে দোকানে গেলে তার দেড় বছর বয়সী ছেলে আরাফ সন্ধ্যার পর একা ঘর থেকে উঠানে বের হয়। ঠিক তখনই একটি শিয়াল তাকে কামড়ে জঙ্গলে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীরা শিশুটিকে জঙ্গলে পড়ে থাকতে দেখেন। শিয়ালটি তাদের দেখে পালিয়ে যায়।

শিশুর বাবা লিংকন মিয়া জানান, শিশুটির গলায় শিয়ালের কামড়ের দাগ ছিল।

শিশুটির দাদা লালু মিয়া বলেন, ‘আমার নাতি আরাফ ইফতারের পর উঠানে খেলছিল। হঠাৎ করে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির আশেপাশে খোঁজাখুঁজির পর মসজিদে মাইকিং করা হয়। এরপর খাইরুল ইসলামের জঙ্গলে এক ব্যক্তি শিশুসহ একটি শিয়ালকে দেখতে পেয়ে এগিয়ে গেলে শিয়ালটি পালিয়ে যায়। আমরা গিয়ে দেখি আরাফের গলায় কামড়ের দাগ এবং বুকে নখের আঁচড়। উদ্ধার করে ফার্মেসিতে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।’


No comments

কোন প্রতারক কখনও কারো আত্মীয়/বন্ধু কিংবা আপনজন হইতে পারেনা।

নিউজ ডেস্কঃ ভূঞাপুর আঞ্চলিক কার্যালয়। পাশের ছবিটি একজন প্রতারক মোঃ রুবেল নামের কাঠমিস্ত্রির। তিনি জিগাতলা গ্রামের বাসিন্দা।  তিনি ভূঞাপুর থা...

Powered by Blogger.